উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া কর্তৃক প্রদত্ত
সেবার তালিকা
১। মৎস্য উৎপাদনে মাছ চাষিদের পুকুর/ খামার পরিদর্শন ও পরামর্শ প্রদান।
২। মাছের রোগ প্রতিরোধ ও প্রতিকারে মাছ চাষিদের পুকুর/ খামার পরিদর্শন ও পরামর্শ প্রদান।
৩। আধুনিক পদ্ধতিতে মাছ চাষ সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান।
৪। স্বাস্থ্যসম্মত উপায়ে বিষ/ কীটনাশকমুক্ত শুটকী উৎপাদনের জন্য প্রশিক্ষণ প্রদান।
৫। মৎস্য চাষে আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ।
৬। জেলা মৎস্য দপ্তর হতে মৎস্য হ্যাচারি, মৎস্য খাদ্য কারখানা/ বিক্রয় প্রতিষ্ঠান ইত্যাদির লাইসেন্স গ্রহণ ও নবায়নে সুফলভোগীদের সহযোগিতা প্রদান।
৭। জেলে নিবন্ধন ও জেলেদের মৎস্যজীবী কার্ড প্রদান।
৮। মৎস্য আইন বাস্তবায়নে নদী, হাট- বাজার ইত্যাদি সহ মৎস্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট/ অভিযান পরিচালনা।
৯। মাছে ফরমালিন, চিংড়িতে পুশ ইত্যাদি অবৈধ চর্চা নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা/ পরিদর্শন।
১০। FIQC এর সহযোগিতায় মৎস্য খাদ্যের গুণগত মান পরীক্ষা ও নিয়ন্ত্রণ।
১১। মৎস্য অভয়াশ্রম ব্যবস্থাপনা।
১২। বিল নার্সারি স্থাপন।
১৩। উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ।
১৪। মৎস্য সেক্টরে বিশেষ অবদানের জন্য মৎস্যচাষি/ মৎস্যজীবী/ উদ্যোক্তা/ সুফলভোগীদের স্থানীয় ও জাতীয় পর্যায়ে পুরস্কার প্রদান।
১৫। আধুনিক মৎস্য চাষ প্রযুক্তি সম্প্রসারণে প্রদর্শনী খামার স্থাপন ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস